Website Created With Site.pro Website Builder
Create New Website
 This plugin requires upgrade
জন্ম নিবন্ধন নাম্বার *
জন্ম তারিখ (YYYY-MM-DD) *

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে, everify.bdris.gov.bd ভিজিট করে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখতে হয়। তারপর ক্যাপচার উত্তর লিখে সার্চ করলেই অনলাইন জন্ম নিবন্ধনের যাচাই কপি চলে আসে।

 

এর জন্য আপনার শুধু ২টি তথ্যের প্রয়োজন হবে। যথাঃ

 

  • জন্ম সনদের ১৭ সংখ্যার কোড
  • YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ 

 

এগুলো আপনার কাছে থাকলে নিচের ফরমে ইনপুট দিয়ে সার্চ করে আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিনঃ

 

উপরে আপনি ২টি খালিঘর দেখতে পাচ্ছেন। এখানের প্রথম খালিঘরটিতে আপনার "জন্ম নিবন্ধন নম্বর" লেখা আছে। এখানে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বরটি লেখবেন। ২য় ঘরটিতে "জন্ম তারিখ" লেখা রয়েছে। এখানে আপনার জন্ম তারিখটি YYYY-MM-DD ফরম্যাটে।

 

এই দুটি তথ্য পূরন করে Search বাটনে ক্লিক করলেই আপনার অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই হয়ে যাবে। সেখান থেকে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন ও যাচাই করতে পারবেন। 

 

এছাড়াও আপনি everify.bdris.gov.bd ওয়েবসাইট থেকেই সরাসরি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। সেখানে ৩টি ঘর থাকবে।

 

everify.bdris.gov.bd জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

অফিসিয়াল ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য-

 

  • প্রথমে, everify.bdris.gov.bd পেজে ভিজিট করুন

  • জন্ম নিবন্ধন নাম্বার লিখুন

  • YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ দিন

  • ক্যাপচার উত্তর লিখে Search করুন

  • জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি চেক করুন

 

ব্যাস, এরপর জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডও করে নিতে পারবেন।

সাধারন প্রশ্নের উত্তর

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কে সাধারন জনগনদের যে সকল প্রশ্নাবলী থাকে, সেগুলোর উত্তর নিচে তুলে ধরা হলোঃ

 

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করবো কিভাবে?

প্রথমে, everify.bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনার ১৭ সংখ্যার নিবন্ধন কোড নম্বর ও YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখে, ক্যাপচা পূরন করে search করলেই জন্ম সনদ চলে আসবে। তবে শুধুমাত্র তারিখ দিয়ে jonmo nibondhon jachai করা যায়। এর সাথে ১৭ সংখ্যার নিবন্ধন নম্বর ও লাগে।

 

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

হ্যাঁ করা যায়। এর জন্য আপনার মোবাইলে একটি ব্রাউজার ওপেন করে everify.bdris.gov.bd সাইটে যেতে হবে। তারপর নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ লিখে সার্চ করলেই সনদের তথ্য চেক করতে পারবেন।

 

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবো কিভাবে?

অনলাইন থেকে birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে, প্রথমে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করবেন। এবার যেই তথ্য পেজ আসবে, সেখানে Ctrl + P একসাথে প্রেস করবেন। এরপর print preference ঠিক করবে জন্ম সনদ print বা save to pdf করতে পারবেন।

 

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে কি?

হ্যাঁ, চেক করা যাবে। তবে নাম দিয়ে অনলাইনে জন্ম সনদ যাচাই করা যায় না। এর জন্য সরাসরি আপনার এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যেতে হবে। তারপর সংশ্লিষ্ট কর্মকর্তাকে বললেই, তারা আপনার কিছু তথ্য জেনে birth certificate check করে দিবে।

 

জন্ম নিবন্ধন যাচাই yyyy-mm-dd বলতে  কি বুঝায়?

অনলাইনে bdris e verify করার সময় yyyy-mm-dd ফরম্যাটে জন্ম তারিখ লিখতে বলা হয়। এর দ্বারা বুঝানো হয় যে, প্রথমে জন্ম তারিখে বছর, তারপর মাস এবং সর্বশেষে দিনের সংখ্যা লিখে ইনপুট করতে হবে।

 

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট কোনটি?

জন্ম সনদ চেক করার ওয়েবসাইট লিংক - jonmonibondhonjachai.site (আনঅফিসিয়াল) এবং প্রধানটি হলো everify.bdris.gov.bd (অফিসিয়াল)।

 

কেন অনলাইনে জন্ম সনদ চেক করা গুরুত্বপূর্ণ?

জন্ম সনদ সংক্রান্ত নানান জটিলতা থেকে নিরাপদ থাকতে এবং সঠিক নাগরিকের তথ্য নিশ্চিত করতে অনলাইনে birth certificate check করে নেওয়া গুরুত্বপূর্ণ।

 

everify bdris gov bd ওয়েবসাইটে কি নিবন্ধন যাচাই করা যায়?

হ্যাঁ। এটি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে নিবন্ধন চেক করে সনদের সত্যতা যাচাই করা যায় এবং প্রয়োজনে অনলাইন কপিও ডাউনলোড করা যায়।

 

জন্ম নিবন্ধন হেড অফিস কোথায়?

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ঢাকার সচিবালয় লিংক রোড, ঢাকা-১০০০ এর পরিবহন পুল ভবনের ৯ম তলায় অবস্থিত (স্থানীয় সরকার বিভাগ)।

 

গুরুত্বপূর্ণ কথা

উপরের আলোচনাতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আপনারা নিজেদের জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে পারবেন। এমনকি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে অনলাইন কপি রেখে দিতে পারবেন। যেহেতু বিভিন্ন সময়ে birth certificate online copy এর প্রয়োজন হয়, তাই এটি ডাউনলোড করে নিলেই ভালো হবে।

 

আরেকটি বিষয়, যদি everify.bdris.gov.bd সাইটে আপনার নিবন্ধন চেক করার পর দেখতে পান যে ইংরেজি তথ্য দেওয়া নেই, তাহলে বুঝবেন আপনার নিবন্ধনটি ইংরেজি করা নেই।

 

সেক্ষেত্রে সরাসরি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে ইংরেজি করার আবেদন করে রাখুন। কারন ইংরেজি নিবন্ধন আমাদের নানা কাজে প্রয়োজন হয়। আশাকরি, বুঝতে পেরেছেন, ধন্যবাদ।

 

Bdris, everify bdris gov bd, bdris check, bdris gov bd যাচাই করুন, e verify bdris gov bd download, everify.bdris.gov.bd, everify bdris.gov.bd, jonmo nibondhon jachai, জন্ম নিবন্ধন যাচাই, অনলাইন জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন অনলাইন যাচাই, জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড।

 

© 2025 - Disclaimer: এটি জন্ম নিবন্ধন যাচাই করার সরকারি ওয়েবসাইট নয়। এই সাইটটি শুধুমাত্র তথ্যপ্রদান ও টিউটোরিয়াল মূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

Last Developed On - 10-10-2024 v2